মহানবী হজরত মুহাম্মদ (স.) কে কটুক্তি করায় বিক্ষোভ মিছিল করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাদ জুমা বিশ্বিবদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে উক্ত বিক্ষোভ মিছিল শুরু হয়।
পরে মিছিলটি বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়ক এবং বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনে শেষ হয়।
ভারতের ধর্মপ্রচারক রামগিরি মহারাজ ইসলাম ধর্ম এবং মহানবী হজরত মুহাম্মদ (স.) কে নিয়ে কটুক্তি করে। তার পক্ষে বিজেপি ও শিবসেনা থেকে নির্বাচিত মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে এবং বিজেপির এমএলএ নিতেশ রানে তার পক্ষ নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করেছে হাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা।
“তেরা মেরা রিসতা কেয়া হে,লা ইলাহ ইল্লালাহ্”,বিশ্ব “নবীর অপমান সইবে নারে মুসলমান “,”জেগেছে রে জেগেছে,বিশ্ব মুসলিম জেগেছে” এমন শ্লোগান দিতে থাকেন বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা।