ভারত যদি পাকিস্তানের ভেতরে কোনো ধরনের সামরিক অভিযান চালানোর চিন্তা করে, তবে কঠিন জবাব পাবে —এমন সতর্কবার্তা দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ইসলামাবাদে অনুষ্ঠিত জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় উপ-প্রধানমন্ত্রী ইশাক দারসহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
আসিফ বলেন, পাকিস্তানের নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত হলে, ভারতও সমানভাবে জবাব পাবে। তার দাবি, পাকিস্তানের কাছে এমন তথ্য রয়েছে, যা ইঙ্গিত দেয়—ভারত পাকিস্তানের বিভিন্ন শহরে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে।
তিনি আরও বলেন, যদি ভারত পাকিস্তানের কোনো শহরে হামলা চালায় কিংবা কোনো নাগরিক ক্ষতিগ্রস্ত হয়, তাহলে পাকিস্তানও পাল্টা পদক্ষেপ নিতে বাধ্য হবে।
যদিও ভারতসহ বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের নিন্দা জানিয়ে আসছেন বলেও উল্লেখ করেন তিনি, তবে পাকিস্তানের আত্মরক্ষার অধিকারকে গুরুত্ব দিয়ে তুলে ধরেন প্রতিরক্ষামন্ত্রী।
আসিফ ভারতের দিকে সরাসরি অভিযোগ তুলে বলেন, আফগানিস্তানে সক্রিয় টিটিপি ও অন্যান্য জঙ্গি গোষ্ঠীর সঙ্গে ভারতের সংযোগ রয়েছে। কুলভূষণ যাদবের ঘটনা ভারতের সম্পৃক্ততার প্রমাণ বলে দাবি করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, বেলুচিস্তানের স্বাধীনতাপন্থী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি এবং টিটিপি নেতারা ভারতের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এ ছাড়া, ভারতের পক্ষ থেকে একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিতের প্রচেষ্টা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন তিনি। কারণ, এই চুক্তিতে বিশ্বব্যাংক মধ্যস্থতাকারী হিসেবে রয়েছে এবং এতে একতরফাভাবে চুক্তি বাতিল বা স্থগিত করার কোনো সুযোগ নেই বলে জানান আসিফ।