আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মিরে সম্প্রতি ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে, দুই দেশের মধ্যে যেকোনো মুহূর্তে যুদ্ধ বেধে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। একই ধরনের সতর্ক বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভারত-পাকিস্তান সামরিক সংঘর্ষ এখন খুব একটা দূরের ব্যাপার নয়। সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেন, সামনের দুই থেকে তিন দিন পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, সেটাই নির্ধারণ করে দেবে— আমরা যুদ্ধের দিকে যাচ্ছি, নাকি শান্তিপূর্ণভাবে তা এড়াতে পারব
সাক্ষাৎকারটি প্রকাশের পর দেশটির শীর্ষ দুটি সংবাদমাধ্যম জিও নিউজ ও সামা টিভি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত জানতে চায়। জিও নিউজকে তিনি বলেন, “আগামী দুই-তিন দিন খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যেই যদি কোনো সংঘর্ষ শুরু না হয়, তাহলে ধরে নিতে হবে আমরা একটি যুদ্ধ এড়াতে সক্ষম হয়েছি।”
অন্যদিকে সামা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, “এই অঞ্চলে যুদ্ধের আশঙ্কা সত্যিই রয়েছে। আমরা সামরিকভাবে নয়, মানসিকভাবেও সম্পূর্ণ প্রস্তুত থাকতে চাই। কারণ যেকোনো সময় বড় ধরনের সংঘাত বাঁধতে পারে।”
বিশ্লেষকদের মতে, কাশ্মির ইস্যুতে এমন উত্তেজনা নতুন নয়, তবে এবার পরিস্থিতির গতি অনেক বেশি দ্রুত এবং অনিশ্চিত। সেই প্রেক্ষাপটে পাকিস্তানের পক্ষ থেকে এমন হুঁশিয়ারি কেবল উদ্বেগই বাড়াচ্ছে না, যুদ্ধের সম্ভাবনাকেও একধাপ এগিয়ে নিচ্ছে।