ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে রোমে দ্বিতীয় দফার পরোক্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে কিছু অগ্রগতির সিগনাল পাওয়া গেছে। শনিবার (১৯ এপ্রিল) চার ঘণ্টার এই বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ অংশ নেন। বৈঠকে ওমানের পররাষ্ট্রমন্ত্রী মধ্যস্থতার ভূমিকা পালন করেন।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়েছে যে, বৈঠকে গঠনমূলক পরিবেশ ছিল এবং দুই পক্ষই আলোচনার ধারাবাহিকতা বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, আলোচনা চলতে থাকবে এবং ভবিষ্যতে আরও উন্নতি হবে।
এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, “বৈঠক থেকে অগ্রগতি হয়েছে এবং বিভিন্ন নীতি ও লক্ষ্য নিয়ে আমাদের মধ্যে আরও ভালো বোঝাপড়া তৈরি হয়েছে।” তিনি আরও উল্লেখ করেন যে, তৃতীয় দফা বৈঠক মাস্কাটে অনুষ্ঠিত হবে এবং তার আগে কারিগরি আলোচনার আরও কিছু পর্ব হবে।
তবে, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বড় এক প্রশ্ন রয়ে গেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মূল বিতর্ক হচ্ছে ইরানকে বেসামরিক পারমাণবিক কর্মসূচি চালানোর অনুমতি দেয়া হবে কিনা, নাকি যুক্তরাষ্ট্রের অনুরোধে পুরো কর্মসূচি বন্ধ করতে হবে। কূটনৈতিক প্রক্রিয়া এগিয়ে গেলেও, ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের বিশ্বাস এখনো বাড়েনি।
২০১৮ সালে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান-ছয় শক্তিধর দেশের পারমাণবিক চুক্তি বাতিল করেন এবং তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। এরপর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্ক উত্তেজনাপূর্ণ ছিল।