মৌলভীবাজারের জুড়ি উপজেলার সাগরনাল ইউনিয়নে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র জনগোষ্ঠির মাঝে কার্ড প্রতি বিনামূল্যে সরকারিভাবে ১০ কেজি পরিমাণ ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে।
কিন্তু অভিযোগ, নির্ধারিত ১০ কেজির পরিবর্তে নিজের অনুগত কয়েকজনকে ৩০ কেজির আস্ত বস্তাই তুলে দিয়েছেন জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান শরফ উদ্দিন ।
ইউপি চেয়ারম্যান শরফ উদ্দিন সাগরনাল ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক।
এই অভিযোগের বিষয়ে ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান শরফ উদ্দিন বলেন, অনেকে হয়তো দুই তিনজন মিলে আলাদা চটের বস্তায় একসাথে করে চাল নিয়েছে।
কেউ কেউ আবার ইউপি সদস্যদের থেকে পৃথকভাবে দুইবার চাল পেয়েছে। তবে ইউনিয়নে আগত প্রত্যেককেই চাল প্রদান করা হয়েছে।
লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করে ইউএনও বাবলু সূত্রধর জানান, সোমবার একজন কর্মকর্তাকে প্রধান করে একটি তদন্ত কমিটি করে দেয়া হবে। তদন্তে অভিযোগ প্রমাণ হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
টিআইআর/আরইউএস