১ মিনিট ২১ সেকেন্ডের একটি টিজারই বলে দিচ্ছে ইতিহাসের সব রেকর্ড ভেঙে দেবে আলোচিত সিনেমা তুফান। এখানে শাকিব খানকে দেখা যাবে অন্য রকম লুকে। অ্যাকশন, অভিনয় সব মিলিয়ে একেবারে ভিন্ন এক বার্তা দিচ্ছে টিজারটি।
গতকাল বিকেলে চরকি ও এসভিএফের অফিশিয়াল সোশ্যাল মিডিয়ার পেজ থেকে প্রকাশ করা হয় টিজারটি।
“তুফান” সিনেমার পরিচালক রায়হান রাফী বলেন, ❝এটি এমন একটি ছবি যা বাংলা সিনেমাকে বিশ্বের দরবারে নতুনভাবে চেনাবে। অনেক সিনেমা ইন্ডাস্ট্রিকে পরিবর্তন করে। “তুফান” তেমনই একটা সিনেমা হতে যাচ্ছে। বলা যায়, “তুফান” আমার জীবনের একটা ড্রিম প্রজেক্ট। সেই সঙ্গে শাকিব ভাইকে এই সিনেমায় পাওয়াটাও আশীর্বাদ।❞
প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর তথ্য অনুযায়ী, বড় পর্দা মানেই শাকিব খান। এই ঈদেও সাথে থাকবেন চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, নাবিলাসহ আরও অনেকেই।