জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বৈষম্যমুক্ত ক্যাম্পাস গঠনে সাধারণ শিক্ষার্থীরা সর্বসম্মতিক্রমে ৩ দফা দাবি জানিয়েছে।
১১ আগস্ট (রবিবার ) বেলা তিন টায় বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ভাস্কর্যের পাশে বৈষম্যমুক্ত ক্যাম্পাস গঠনে সাধারণ শিক্ষার্থীরা সর্বসম্মতিক্রমে ৩ দফা দাবি নিয়ে জোড় হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো-
১. ৭ আগস্টের নিয়োগ সংক্রান্ত প্রহসনমূলক অফিস আদেশ বাতিল করে ভিসির পদত্যাগ করতে হবে। নতুন নিয়োগের ক্ষেত্রে শিক্ষার্থীদের সাথে আলাচনা করতে হবে।
২. জরুরি সিন্ডিকেট ডেকে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে এবং পরবর্তীতে দলীয় রাজনীতির অপচেষ্টা করলে শাস্তির বিধান করতে হবে।
৩. ট্রেজারার, রেজিস্ট্রার, পরিবহন প্রশাসক, ডিপিডি হাফিজ ও পিডি জুবায়ের এর পদত্যাগ করতে হবে।
এর আগে ৭ই আগস্ট (বুধবার ) ভাইস-চ্যান্সেলর মহোদয়ের অনুমোদনক্রমে রেজিস্ট্রার কৃষিবিদ ড. মোঃ হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়েছিল ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
পরবর্তীতে প্রশাসনিক কিছু পদে অব্যাহতি দিয়ে নবনিযুক্ত করা হয়। শিক্ষার্থীদের সাথে আলোচনা না করে নতুন প্রশাসন ঘোষণা করায় এবং শিক্ষক রাজনীতি ও প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী রাজনীতি বন্ধ না করায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়।
এ থেকেই আজ ৩ দফা দাবি নিয়ে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে। শিক্ষার্থীরা আরো বলেছেন অনতিবিলম্বে এই দাবী গুলো মেনে না নিলে কঠোর আন্দোলনে যাওয়া হবে।
উল্লেখ্য, আগামীকাল ১২ আগস্ট (সোমবার ) সকাল ১১ টায় আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা ক্যাম্পাস প্রদক্ষিন করে প্রশাসনিক ভবন ঘেরাও করবেন বলে জানানো হয়েছে৷
রিভা/এমএ//