ঢাকার গাবতলীর একসময়ের জনপ্রিয় সিনেমা হল ‘পর্বত’। এই হলের মালিক অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তবে, বর্তমান সময়ে দেশের অন্যান্য সিনেমা হলের মতোই জৌলুস হারিয়েছে ‘পর্বত’। তাই দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে থাকা সিনেমা হলটি ভেঙে মার্কেট নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হল ভেঙে ফেলার বিষয়টি নিশ্চিত করেছেন ডিপজল নিজেই। তিনি বলেন, “সিনেমা হলটি ভেঙে ফেলার খবরটি সত্য। অনেকে গোটা বিষয়টা না জেনেই সমালোচনা করছেন। বিষয়টি হল- পর্বত সিনেমা হল ভেঙে মার্কেট তৈরি হলেও সেখানে সিনেমা হলও থাকবে। সেখানে তিনটি হল নিয়ে তৈরি হবে মাল্টিপ্লেক্স।”
তার ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে এই হল বন্ধ। তাই সেখানে মার্কেট নির্মাণ হবে। অল্প খরচে দর্শক যেন হলে সিনেমা দেখতে পারে, সেই পরিকল্পনা করেই নির্মিত হবে হলগুলো।