সামান্য বৃষ্টি হলেই ডুয়েটের ২য় ক্যাম্পাসের সামনের রাস্তায় জমে কাদা ও ময়লা পানি। কাদার কারণে ওইসব হেঁটে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। এমনকি রিকশা, মোটরবাইক কিংবা সাইকেলে চলাচল করতে গিয়েও হিমশিম খেতে হয়। অসহনীয় ভোগান্তিতে পড়তে হয় শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের।
ডুয়েট ২য় ক্যাম্পাসের বিজয় ২৪ হল সংশ্লিষ্ট কয়েকজন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, রাস্তাটির বেহাল দশার কথা উল্লেখ করে যথাযথ কর্তৃপক্ষকে রাস্তাটি উঁচু ও প্রশস্ত করার কথা মৌখিকভাবে অবগত করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
স্থানীয় টং দোকানদার বলেন, প্রশাসনের কর্তাব্যক্তিরা তো বড় বড় গাড়িতে যাতায়াত করেন। তাঁদের কোনো সমস্যা হয় না। যত সমস্যা সাধারণ মানুষের পোহাতে হয়।
গতকাল বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে সরেজমিনে দেখা যায়, সামনের রাস্তাটিতে ময়লা পানিতে কর্দমাক্ত হয়ে আছে। রাস্তাটি কিছুটা নিচু হওয়ায় এবং পানিনিষ্কাশনের যথাযথ ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই সেখানে পানি জমে থাকছে। এছাড়াও আশেপাশের আবাসিক ও বানিজ্যিক ভবণের সিওয়েজ লাইনের পানি অভার-ফ্লো হয়ে রাস্তায় জমছে। এ কারণে ব্যবহারকারীদের বিকল্প পথে কিংবা কাদা-পানি মাড়িয়ে গন্তব্যস্থলে যেতে হচ্ছে।
এ বিষয়ে জানতে ডুয়েট ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. উৎপল কুমার দাস সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ছাত্ররা এই বিষয়ে আমাদের কাছে অনেকবারই অভিযোগ করেছে সেই প্রেক্ষিতে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করেছি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে আমাদের প্রকৌশল শাখা এই বিষয়টি সিটি কর্পোরেশনের মাধ্যমে সম্পন্ন করানোর জন্য চেষ্টা করে যাচ্ছে।”