ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় সরকারি নির্দেশনা অমান্য করে সাধারণ মানুষকে জিম্মি করে জন্ম নিবন্ধন সনদে অতিরিক্ত টাকা আদায় করছে ইউনিয়ন পরিষদের সচিবরা।
১৩টি ইউনিয়নের সচিবরা নতুন ভোটার তালিকা নিবন্ধনকে টার্গেট করে এই অস্বাভাবিক ফি আদায় করছেন বলে অভিযোগ উঠেছে।
সরকারি নিয়ম অনুযায়ী, শিশুর জন্ম নিবন্ধন ফি ৫০ টাকা হলেও সচিবরা ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত ফি নিচ্ছেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কিছু সচিব অভিযোগ করেছেন, তারা মেম্বার বা প্যানেল চেয়ারম্যানদের পাত্তা দেন না এবং অবাধে উপরি কামাই করছেন।
ভুক্তভোগীরা জানিয়েছেন, জন্ম নিবন্ধন নিতে গেলে সচিবরা বিভিন্ন কাগজপত্রের ভুল ধরেন এবং সেগুলোর সংশোধনী বাবদ অতিরিক্ত টাকা দাবি করেন। এমনকি কিছু এলাকায়, দীর্ঘদিন যাবত জমা দেওয়া আবেদনগুলোরও কোনো ফলাফল পাওয়া যায়নি।
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা জানিয়েছেন, সরকারি নির্ধারিত ফি’র বাইরে কোনো বাড়তি টাকা নেওয়ার সুযোগ নেই এবং এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। উপজেলায় বাড়তি টাকা আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
এ বিষয়ে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল আলম বলেন, জন্ম নিবন্ধন সনদে টাকা নেওয়ার কোনো সুযোগ নেই, তবে তিনি ইউএনও স্যারকে বিষয়টি জানিয়ে সমন্বিত পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন।