শেখ হাসিনার কথা বলার ঘোষণা আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া পড়লে বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতভর দেশে আওয়ামী লীগের বিভিন্ন নেতার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর মধ্যে ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদের বাসভবনও বাদ যায়নি।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার পরে ভোলা পৌরসভার ২নং ওয়ার্ডের গাজীপুর রোডে অবস্থিত তোফায়েল আহমেদের প্রিয় কুটিরে ভাঙচুর চালানো হয় এবং সেখানে আগুন দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১১টার পর ছাত্র-জনতা গাজীপুর সড়কের সামনে এসে স্লোগান দিতে দিতে তোফায়েল আহমেদের বাড়িতে ভাঙচুর শুরু করে। তারা স্লোগান দিতে থাকে, “স্বৈরাচারের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও।” এর আগে, ফ্যাসিবাদবিরোধী স্লোগান দিয়ে ভোলা শহর থেকে একটি মিছিল এসে বাড়ির সামনে পৌঁছায়। রাত সাড়ে ১১টা থেকে ২টা পর্যন্ত বিক্ষুব্ধ ছাত্র-জনতা বাড়িতে ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়। ক্ষমতার কেন্দ্রে থাকা অবস্থায় এই বাসা থেকেই তোফায়েল আহমেদ তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন।
এ বিষয়ে জানতে ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফোন দেওয়া হলেও তিনি কল রিসিভ করেননি। তবে ভোলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক লিটন আহমেদ গণমাধ্যমকে জানান, “রাত সোয়া তিনটা পর্যন্ত তারা আগুনের খবর পাননি।”