বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণে মণিপুর রাজ্য সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে রাজ্যটির সুশীল সমাজ।
শনিবার (১৬ নভেম্বর) মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাসভবনে হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে বলে জানিয়েছে এনডিটিভি।
বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস নিক্ষেপ করে। গত সোমবার থেকে নতুন করে কুকি-মেইতেই সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর। তিন নারী এবং তিন শিশুকে সন্দেহভাজন কুকি জঙ্গিরা অপহরণ করেছিল বলে অভিযোগ করে মেইতেই গোষ্ঠী। শুক্রবার তাদের লাশ ভেসে ওঠার পরই পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে।
এ ঘটনায় খুনিদের শাস্তি এবং ন্যায়বিচারের দাবিতে মণিপুরের দু’জন মন্ত্রী এবং তিন বিধায়কের বাড়িতে হামলা চালায় মেইতেই গোষ্ঠীর লোকেরা।
মেইতেই গোষ্ঠীর অধিকার সংস্থার মুখপাত্র খুরাইজাম আথুবা বলেন, যত দ্রুত সম্ভব রাজ্যের সকল প্রতিনিধি এবং সকল বিধায়ককে এক সঙ্গে বসে এ বিষয়ে সমাধানের পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ বিষয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়েছে।
মেইতেই গোষ্ঠীর অভিযোগ ছয়টি পুলিশ স্টেশনের বাহিনীকে বিশেষ ক্ষমতা দিয়ে পরিস্থিতির আরও ঘোলাটে করা হয়েছে।
আরএস//বিএন