ভারতের সরকারি হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনার পর বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে পুরো দেশ। প্রতিবাদে সামিল হয়েছে বলিউড ও টলিউড অঙ্গনও। ১৪ আগস্ট মধ্যরাতে এই ঘটনার প্রতিবাদে রাজপথে নামেন কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জির মা, যিনি নিজেও একজন চিকিৎসক।
সৃজিত মুখার্জি তার সামাজিক মাধ্যমে লেখেন, “আমার ৭৭ বছর বয়সী মা, যিনি পেশায় একজন চিকিৎসক, তিনি আমার সঙ্গে প্রতিবাদে যেতে রাজি হননি। কারণ, যাদবপুর ৮ বি-তে তিনি একাই গিয়েছেন প্রতিবাদ করতে।”
তিনি আরও লেখেন, “আমি একদিকে চিন্তিত ছিলাম, অন্যদিকে গর্বিতও।”
উল্লেখ্য, ১৪ আগস্ট মধ্যরাতে ‘বিচার চাই’ স্লোগানে কণ্ঠ মিলিয়েছেন টলিউডের তারকারাও, যাদের মধ্যে ছিলেন শুভশ্রী, পার্নো, অরিন্দম শীল, মিমি চক্রবর্তীসহ অনেকে।
এমএ//