দেব এবং রুক্মিণী তাদের ব্যক্তিগত জীবন সাধারণত প্রকাশ্যে রাখেন এবং তাদের সম্পর্ক সবার কাছে পরিচিত। রুক্মিণী মৈত্র সারা বছরই অভিনয়ে ব্যস্ত থাকেন, আর দেব প্রযোজনা, অভিনয় এবং সমাজসেবার নানা কর্মকাণ্ডে জড়িত থাকেন।
সম্প্রতি, দেব ও রুক্মিণী কিছুটা একান্ত সময় কাটানোর জন্য কলকাতা বিমানবন্দরে দেখা দিয়েছেন মধ্যরাতে। জানা গেছে, তারা ছুটি কাটাতে যাচ্ছেন একসঙ্গে। রুক্মিণী বিমানবন্দর থেকে বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন, তবে ছবিগুলো দেখে তাদের গন্তব্যস্থান জানা যায়নি।
উল্লেখযোগ্য, ২০১৭ সালে দেবের প্রযোজনায় মুক্তি পায় প্রথম চলচ্চিত্র ‘চ্যাম্প’, যেখানে রুক্মিণী মৈত্র অভিনয়ে আত্মপ্রকাশ করেন, মডেলিং দুনিয়া থেকে এসে।
এমএ//