ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। সম্প্রতি শাকিব খানের সাথে ‘তুফান’ সিনেমায় অভিনয় করে দুই বাংলাতেই আলোচনায় আছেন তিনি। কয়েকদিন আগে ‘তুফান’-এর প্রচারণা শেষ করে কলকাতায় ফেরেন এই অভিনেত্রী।
অভিনয়ের পাশাপাশি গানের প্রতিও রয়েছে তার অসম্ভব ঝোঁক। জানা যায়, গানকে ভীষণ ভালোবাসেন মিমি। শত ব্যস্ততার মধ্যেও একটু সময় হলেও বের করেন গান করার।
মিমি বলেন, ❝গান ছাড়া হয়তো আমার অস্তিত্বই থাকত না। জীবনযুদ্ধে টিকে থাকতে পারতাম না। পেশার তাগিদে বা খ্যাতির জন্য গান করি না আমি। কেবল নিজের জন্যই গান গাই। যে অনুরাগীদের আমার গান ভালো লাগে, তারাই শোনেন। আমি কখনো গান শিখিনি। কিন্তু গানের সঙ্গে এতটাই ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছি যে, গান ছাড়া জীবন কল্পনাও করতে পারি না।❞
তিনি আরোও বলেন, ❝মন খারাপের রাতে আমি আর মা পুরনো দিনের গান গাই। আধুনিক গানের তুলনায় লতা-কিশোরের গানের দিকে আমার ঝোঁক বেশি।❞
উল্লেখ্য, এর আগে চলতি বছরের শুরুতে বাংলাদেশে “ভাল্লাগছে না” শিরোনামে গান গেয়ে আলোচনায় এসেছিলেন মিমি চক্রবর্তী।