ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে এখনো জুলাই মাসের গণঅভ্যুত্থানে নিহত ছয়টি অশনাক্ত মরদেহ বেওয়ারিশ অবস্থায় রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল এ তথ্য জানিয়েছে।
ময়নাতদন্ত শেষে শনাক্ত না হওয়া এই মরদেহগুলো হাসপাতালের হিমঘরে সংরক্ষণ করা হয়েছে। অজ্ঞাতপরিচয় মৃতদের মধ্যে রয়েছেন ২০ বছর বয়সী এক যুবক, ২৫ বছরের আরেকজন পুরুষ, ২২ বছরের যুবক, ৩০ বছর বয়সী পুরুষ, ৩২ বছর বয়সী এক নারী এবং এনামুল নামের ২৫ বছর বয়সী একজন।
শুক্রবার (১০ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সেলের সম্পাদক জাহিদ আহসান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যদি কারও স্বজন নিখোঁজ থাকে, তবে তাদের ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হচ্ছে।
বিশেষ সেল জানিয়েছে, তাদের অনুসন্ধানে জানা গেছে, ছয়টি মরদেহ এখনও মর্গে রয়েছে। শাহবাগ থানার ওসি খালিদ মনসুরও বিষয়টি নিশ্চিত করেছেন। সেল সদস্যরা সরেজমিনে মর্গ পরিদর্শন করে মরদেহগুলোর ময়নাতদন্ত প্রতিবেদন ও অন্যান্য আলামত সংগ্রহ করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ময়নাতদন্তে পাঁচজনের মৃত্যুর কারণ আঘাতজনিত উল্লেখ করা হয়েছে, আর এনামুলের মৃত্যুর কারণ হিসেবে উপর থেকে নিচে পড়ে যাওয়ার কথা বলা হয়েছে। মরদেহের ডিএনএ নমুনা এবং পরিহিত পোশাকের আলামতও সংরক্ষণ করা হয়েছে।
শাহবাগ থানার পক্ষ থেকে মরদেহগুলো বৈষম্যবিরোধী আন্দোলনের অংশগ্রহণকারীদের বলে ধারণা করা হয়েছে, তবে মরদেহগুলো কবে মর্গে আনা হয়েছে, তা স্পষ্ট নয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মরদেহগুলো পরিবারে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। নিখোঁজ স্বজনদের সম্পর্কে কোনো তথ্য থাকলে ০১৬২১৩২৪১৮৭ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।