সম্প্রতি স্বামী-সন্তানকে নিয়ে সৌদি আরবে গিয়েছেন বলিউড অভিনেত্রী ও মডেল গওহর খান। মসজিদে নববিতে ইফতার করতে দেখা গেল তাকে। সেখানে গিয়ে আবেগী হয়ে পড়েন তিনি। অভিনেত্রীর স্বামী জায়েদ দরবার সেই মুহূর্তের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে দেখা যায়, ইফতার করছেন গওহর খান। খেজুর ও পানির বোতল এগিয়ে দিচ্ছেন তার স্বামী জায়েদ দরবার। এ সময় খেজুর মুখে দিয়ে কেঁদে ফেলেন অভিনেত্রী।
ভিডিওর ক্যাপশনে অভিনেত্রীর স্বামী জায়েদ লেখেন, ‘আপনি কতবার এখানে এসেছেন তা কোনো বিষয় না। কিন্তু যখনই আপনি এখানে পৌঁছাবেন, তখনই আবেগপ্রবণ হয়ে পড়বেন। তবে হৃদয়ে ইমান নিয়ে আসতে হবে।’