ভারতের মহারাষ্ট্রে স্পোর্টস কমপ্লেক্সের কম্পিউটার অপারেটর হিসেবে ১৩ হাজার রুপি মাসিক বেতনের কর্মীর বিরুদ্ধে ২১ কোটি রুপি চুরির অভিযোগ উঠেছে।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ওই ব্যক্তি বিলাসবহুল ফ্ল্যাট কিনে প্রেমিকাকে উপহার দিয়েছেন এবং নিজের জন্য গাড়ি ও মোটরবাইক কিনেছেন।
হার্ষাল কুমার ক্ষীরসাগর নামে ২৩ বছর বয়সী এই কর্মী ছত্রপতি সম্ভাজিনগরের বিভাগীয় স্পোর্টস কমপ্লেক্সে চুক্তিভিত্তিক কাজ করতেন। বর্তমানে তিনি পলাতক। তবে তার সহযোগিতার অভিযোগে যশোদা শেঠী ও তার স্বামী বিকে জীবনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, হার্ষাল একটি সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে এই অর্থ আত্মসাৎ করেন। তিনি স্পোর্টস কমপ্লেক্সের পুরোনো লেটারহেড ও প্রতিষ্ঠানের ইমেইল ঠিকানার সঙ্গে মিল রেখে নতুন একটি ইমেইল খুলে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেন। নতুন ইমেইলে সামান্য অক্ষর পরিবর্তন করে ব্যাংক কর্তৃপক্ষকে বিভ্রান্ত করেন, যা তাকে লেনদেনের সুযোগ দেয়।
চুরির অর্থ দিয়ে হার্ষাল ১.২ কোটি রুপির বিএমডব্লিউ গাড়ি, ১.৩ কোটি রুপির এসইউভি এবং ৩২ লাখ রুপির বিএমডব্লিউ বাইক কেনেন। তিনি তার প্রেমিকাকে ছত্রপতি সম্ভাজিনগরে একটি বিলাসবহুল ফ্ল্যাট এবং হীরা খচিত চশমাও উপহার দেন।
সিনিয়র পুলিশ অফিসার প্রশান্ত কদম জানান, স্পোর্টস কমপ্লেক্স কর্তৃপক্ষ হার্ষালসহ তিন ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং হার্ষালের খোঁজ চলছে।
আরএস//বিএন