রাজশাহীর মোহনপুর উপজেলায় হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন কৃষকেরা।
রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে, রাজশাহী-নওগাঁ মহাসড়কে আলু ফেলে প্রতিবাদ জানানো হয়।
কৃষকেরা জানান, পূর্বে প্রতিকেজি আলু সংরক্ষণের জন্য হিমাগারে ৪ টাকা ভাড়া দিতে হতো, কিন্তু এখন সেটি দ্বিগুণ হয়ে ৮ টাকা করা হয়েছে। এই ভাড়া বৃদ্ধির কারণে তাদের ক্ষতির সম্মুখীন হতে হবে, তাই তারা দ্রুত পূর্বের ভাড়া পুনঃনির্ধারণের দাবি জানিয়েছেন। অন্যথায় কঠোর আন্দোলন এবং মহাসড়ক অবরোধের হুমকি দেন তারা।
বিক্ষোভে মোহনপুর, তানোর এবং পবা উপজেলার সহস্রাধিক কৃষক অংশ নেন। গত মাসে তানোর উপজেলার কৃষকেরা একই দাবিতে প্রতিবাদ করেছেন। এর পরিপ্রেক্ষিতে ১৫ জানুয়ারি রাজশাহী কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন সংবাদ সম্মেলন করে জানায়, ব্যাংকের সুদ হারসহ অন্যান্য খরচ বাড়ায় বর্তমান মৌসুমে সর্বোচ্চ ৮ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে, তবে তারা কম ভাড়ায় আলু সংরক্ষণ করার সুযোগ রাখবে।