আজ দেশের ১৩৯ উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহনের এক পর্যায়ে বেলা ১১ টার দিকে টাকা ছড়ানোর অভিযোগ তুলে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সুফিয়া খাতুনের (মিলি) ব্যাগ চেক করেন আরেক মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা। চেক করে সুফিয়া খাতুন মিলির হাত ব্যাগে কোনও টাকা না পেলে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কৃষ্ণা দেবীর সমর্থকরা তার বিরুদ্ধে ভোটকেন্দ্রে উত্তেজনা সৃষ্টির অভিযোগ তোলেন।
এতে এলাকায় সৃষ্টি হয় ব্যাপক উত্তেজনা। পরে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সুফিয়া খাতুন মিলি তার বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করেন এবং সেখান থেকে সরে পড়েন।
এর আগে সুফিয়া খাতুন মিলি মহিলা এই আসনের ভাইস চেয়ারম্যান ছিলেন। এবার এই উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে মিলি ও কৃষ্ণা দেবী দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।