ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি শাখায় বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতার জন্য বিশেষ দোয়া আয়োজিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়ার আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এতে অংশ নেন উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী, রেজিস্ট্রার মো. হারুন-অর-রশিদ, প্রক্টর ড. মো. ফেরদৌস রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
বিশেষ দোয়ায় মসজিদের খতিব ড. রকিব উদ্দিন আহাম্মেদ মর্মান্তিক দুর্ঘটনায় নিহত শিশুদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য প্রার্থনা করেন। দেশব্যাপী চলমান অস্থিরতা থেকে মুক্তি এবং শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্যও মহান আল্লাহর কাছে বিশেষ দোয়া করেন তিনি।
এর আগে, গত সোমবার (২১ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।
শোক বার্তায় উপাচার্য বলেন:
❝এই মর্মান্তিক দুর্ঘটনায় কোমলমতি শিক্ষার্থীদের প্রাণহানিতে আমরা গভীরভাবে শোকাহত। এই হৃদয়বিদারক দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী অভিভাবক এবং বিমানবাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট সকলের যে ক্ষতি হয়েছে, তা অপূরণীয়।❞
ওই দিন বাদ এশাতেও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান ও ছাত্র পরামর্শ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ইলিয়াস প্রমাণিক।
এ দিকে, বিমান দুর্ঘটনায় রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে সারাদেশের মতো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও মঙ্গলবার (২২ জুলাই) জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে ঢাকার কুর্মিটোলায় অবস্থিত বিমানবাহিনীর একে খন্দকার বিমানঘাঁটি থেকে এফ-৭ মডেলের একটি যুদ্ধবিমান প্রশিক্ষণ মিশনে অংশ নিতে উড্ডয়নের কিছুক্ষণ পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি শাখার প্রাইমারি সেকশানের একটি ভবনের ওপর আছড়ে পড়লে আগুন ধরে যায়।
এতে এখন পর্যন্ত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর এবং স্কুলটির ২৫ শিশু শিক্ষার্থীসহ অন্তত ৩১ জন প্রাণ হারান। আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পাশাপাশি, এ ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করা হয়। স্থগিত করা হয় ২২ ও ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা।