মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী’র ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁরই প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ই.বি. তালিমাতে কুরআন ও সুন্নাহ এর উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা -২০২৪ অনুষ্ঠিত হয়।
সোমবার (১১ নভেম্বর) সকাল ৯টায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস্থ ঐতিহাসিক দরবার হলে এ প্রতিযোগীতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. মহিউদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ ইমাম হোসেন ও মাওলানা ভাসানী রিসার্চ সেন্টারের পরিচালক মোহাম্মদ হাদিফুর রহমান।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফেজ মোঃ মাছুম খান। উল্লেখ্য, প্রতিযোগিতায় ২৬ টি হিফজুল কোরআন মাদ্রাসা থেকে ৯০ জন হাফিজ অংশগ্রহণ করেন। এ ধরণের প্রতিযোগিতার আয়োজন প্রতিবছরই করা হয়ে থাকে ।