ঢালিউডের আলোচিত নায়িকা মাহিয়া মাহির বিচ্ছেদের খবর এখন পুরোনো। তবে, সামাজিকমাধ্যমে তিনি প্রায়ই বিয়ে, বিচ্ছেদ নিয়ে পোস্ট করেই চলেছেন।
সম্প্রতি ফেসবুকের এক পোস্টে তিনি লেখেন, “ও ফেসবুকে কী লিখল বা কী লিখল না, আই ডোন্ট কেয়ার। আমার মাথায় যদি পিস্তল ঠেকিয়েও কেউ বলে, তুমি এখনই মরে যাবে, তোমাকে শুট করব, রাকিব সম্পর্কে কিছু নেগেটিভ বলো… I will never do that। আমি ওকে সম্মান করি এবং এটা মৃত্যু অবধি থাকবে। ওর কি কোনো নেগেটিভ সাইট নাই? দুইটা মানুষ প্রেম করার সময় বোঝা যায় না, কার কী প্রবলেম, বিয়ে হলে বোঝা যায়।”
তিনি আরো বলেন, রাকিব আমার হাজব্যান্ড ছিলেন, ভালোবাসার মানুষ ছিলেন। অনেক ভালোবেসেছি তাকে। এতই ভালোবেসেছি, আপনারা দেখেছেন আমি সিনেমা থেকে অনেক দূরে চলে গিয়েছিলাম। তবে রাকিব আমার জন্য অতীত হয়ে গেছে। আমি ওর জন্য অতীত হয়ে গেছি। কিন্তু আমাদের সন্তান আছে। আমি ফারিশের মা, ও ফারিশের বাবা। যেহেতু আমরা ফারিশের বাবা-মা, তাই মৃত্যু পর্যন্ত আমাদের মধ্যে পরস্পরের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাবোধ থাকবে।”