টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাভাবিপ্রবি রিডার জোনের উদ্দ্যেগে “এআই যুগে বই পড়ার প্রাসঙ্গিকতা” শীর্ষক এক গুরুত্বপূর্ণ ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর ২০২৪) সন্ধ্যা ৭টায় ওয়েবিনারটি অনুষ্ঠিত হয়।ওয়েবিনারে শিক্ষাবিদরা বই পড়ার গুরুত্ব এবং আধুনিক প্রযুক্তির যুগে বইয়ের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
ওয়েবিনারে কী-নোট বক্তৃতা দেন মাভাবিপ্রবির ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের সহযোগী অধ্যাপক ড. জিয়াউর রহমান। তিনি তাঁর বক্তৃতায় বই পড়াকে জ্ঞান অর্জনের একটি অপরিহার্য মাধ্যম হিসেবে উল্লেখ করে বলেন,’এআই এর যুগেও বই পড়ার প্রাসঙ্গিকতা কমেনি,বরং বেড়েছে।’
প্যানেল আলোচক হিসেবে মাভাবিপ্রবির বায়োটেকনোলজি এ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের অধ্যাপক ড. মো. ফজলুল করিম বলেন,’এআই আমাদেরকে অনেক তথ্য দেয় বটে কিন্তু আবেগ দেয় না।যেখানে বইয়ের একটা শব্দই আমাদেরকে আবেগে নিয়ে যেতে পারে।প্রযুক্তিতে আবেগ নেই, তবে প্রযুক্তি ব্যবহার করে আমরা আবেগ তৈরি করতে পারি।তাই বই এবং প্রযুক্তিকে সমান্তরালে রাখতে হবে।’
ওয়েবিনারে সভাপতিত্ব করেন মাভাবিপ্রবির এফটিএনএস বিভাগের অধ্যাপক ড. মো. আবু জুবায়ের। তিনি বলেন,’বই পড়া শুধু জ্ঞানার্জন নয় বরং এটি মানুষকে সুন্দর করে গড়ে তুলতে সাহায্য করে।এর পাশাপাশি তিনি তরুণ প্রজন্মকে টেক্সট বই পড়ার প্রতি উৎসাহিত করার জন্য আহ্বান জানান।’
উল্লেখ্য,ওয়েবিনারটিতে কী-নোট স্পীকারের আলোচনার উপর একটি কুইজ প্রতিযোগিতা ছিল।এতে প্রথম স্থান অধিকার করেন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মাইমুনা বিনতে রহমান, দ্বিতীয় স্থান অর্জন করেন বিজিই বিভাগের শিক্ষার্থী খাতুনে জান্নাত ফারজানা এবং তৃতীয় স্থান অধিকার করেন গণিত বিভাগের শিক্ষার্থী মাহফুজুর রহমান।
শুভ//বিএন