টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইউনেস্কোর অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের উদ্যোগে ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতামূলক এক ক্যাম্পেইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (২নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ব্যবস্থাপনায় বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোভাযাত্রা ও সেমিনারের আয়োজন করা হয়।
শোভাযাত্রা ও সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাভাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজিম আখন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ উমর ফারুক, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. এ কে এম মহিউদ্দিন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে ছিলেন নঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুশতাক ইবনে আয়ূব।সেমিনার সঞ্চালনা করেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ পরামর্শদান কেন্দ্রের পরিচালক ড. মোঃ ফজলুল করিম।
সেমিনারে বক্তাগণ বলেন, ক্যান্সার ব্যবস্থাপনার সারকথা হচ্ছে একে আগেভাগে শনাক্ত করা। তখন ক্যান্সারের চিকিৎসার নানান সুযোগ থাকে। শেষ পর্যায়ে গিয়ে ক্যান্সার ধরা পড়লে চিকিৎসা জটিল হয়ে পড়ে। মেয়েদের ক্যান্সার বিশেষ করে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিং এর জন্য সচেতনতা খুব-ই জরুরী।পুরুষ সদস্যদেরও এ ব্যাপারে দায়িত্বশীল হওয়া উচিত।