Home » news » মাভাবিপ্রবিতে নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ সেশনের স্নাতক প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে গিয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।ভিসি মহোদয় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি তাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত ভাষণ দেন। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মাভাবিপ্রবির ২১ তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম শুরু করা হলো।
নবীনবরণ অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভাগগুলোর চেয়ারম্যানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেন,শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিমসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।