Home » news » মাভাবিপ্রবিতে স্বৈরাচার ও ইসকন বিরোধী বিক্ষোভ মিছিল
সারা দেশে স্বৈরাচারের দোসরদের দ্বারা সৃষ্ট ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হল চত্বরে এসে শেষ হয়।
এসময় শিক্ষার্থীরা ‘স্বৈরাচারের দোসরেরা, হুঁশিয়ার সাবধান’,’স্বৈরাচারের ঠিকানা,এই বাংলায় হবে না’, ‘ইসকন তুই জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী’,’সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবেনা’,’দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’সহ নানাবিধ স্লোগান দেয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের বিজিই বিভাগের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইলের সমন্বয়ক মনিরুল ইসলাম বলেন,’কোন গোষ্ঠী বা সংগঠন যদি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেশে দাঙ্গা লাগিয়ে দেশকে অস্থিতিশীল কিংবা পার্শ্ববর্তী দেশের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে ছাত্রসমাজের নৈতিক অবস্থান এবং প্রতিবাদ সবসময় জারি থাকবে।যেসকল গোষ্ঠী দেশবিরোধী এ ধরণের হীন কাজের সাথে যুক্ত রয়েছে দেশের স্বার্থেই সরকারের উচিত তাদেরকে অনতিবিলম্বে নিষিদ্ধ করা।পাশাপাশি দেশের আপামর সাধারণ মুসলমান ভাইদেরকেও এমন পরিস্থিতিতে শান্ত থাকতে হবে।কোনভাবেই কোনরকম ধর্মীয় উস্কানির পাতা ফাঁদে পা দেওয়া যাবেনা।’
মিছিল শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে স্থাপিত শেখ মুজিবুরের ম্যুরালটি ভেঙ্গে ফেলে।
শুভ//বিএন