মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ময়মনসিংহ জেলা থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন স্টুডেন্টস এসোসিয়েশন অফ ময়মনসিংহ এর নতুন কমিটি ঘোষনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) সংগঠনটির উপদেষ্টামন্ডলী এবং সদ্য বিদায়ী সভাপতি সুজন চন্দ্র দাস ও সাধারন সম্পাদক হেনামুল হাসান হিমুর স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে পুর্নাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।
এতে পরিসংখ্যান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ’কে সভাপতি এবং রসায়ন বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী রাশেদুল ইসলাম রাশেদ’কে সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত করা হয়েছে।
উক্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন
সহ-সভাপতি রিফাত আহমেদ,আশিকুর রহমান মাহিন;
যুগ্ন সাধারণ সম্পাদক আসিফুর রহমান,সুমাইয়া আক্তার;
সাংগঠনিক সম্পাদক মো.রাসেল,সাগর ভূঁইয়া,আসিফুর আশিক,শাহরিয়ার জামান,সাকিব আলম,মো.রমজান;
অর্থ সম্পাদক উম্মে খাইরুন নাহার মিম;
সহ-অর্থ সম্পাদক নিয়ামুল কবির নাইম;
প্রচার সম্পাদক আফজালুর রহমান আবির;
দপ্তর সম্পাদক ফারজানা ফেরদৌস এবং অন্যান্য
সংগঠনটির সিনিয়র শিক্ষার্থী সহ ময়মনসিংহ জেলা থেকে নিযুক্ত সকল শিক্ষক এবং সাবেক শিক্ষার্থীদের সংগঠনটিতে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে।
উল্লেখ্য, স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় ময়মনসিংহ জেলা থেকে আগত শিক্ষার্থীদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতা এবং বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ময়মনসিংহ জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্বপূর্ণ ও সহযোগিতামূল সম্পর্ক বৃদ্ধিই এই সংগঠনের মূল লক্ষ্য।
শুভ
মাভাবিপ্রবি প্রতিনিধি