সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে টাঙ্গাইল-আরিচা সড়ক অবরোধ করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (১০ জুলাই) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। পরে সারাদেশে বাংলা ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক সড়কের কাগমারী এলাকায় সরকারি এম.এম. আলী কলেজের পাশে অবরোধ করে । এসময় সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। পরে শিক্ষার্থীরা দুপুর ১ টায় তাদের অবরোধ তুলে নেয়।
অবরোধ ও বিক্ষোভ কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।এর পাশাপাশি তারা ‘মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’,’দফা এক দাবি এক- কোটা নট কাম ব্যাক’,’মেধা না কোটা- মেধা মেধা’, সহ নানা রকম স্লোগান দেন।
এসময় শিক্ষার্থীরা কোটা সংস্কার করে , স্থায়ীভাবে কোটার সমাধান চান। স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।