বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে উন্নত চিকিৎসার জন্য লন্ডনের একটি ক্লিনিকে ভর্তি রয়েছেন। সেখানে মায়ের দেখাশোনার পাশাপাশি রান্না করা খাবার নিয়ে গেছেন তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (১০ জানুয়ারি) স্থানীয় সময় সকালে প্রচণ্ড ঠাণ্ডা উপেক্ষা করে তারেক রহমান লন্ডন ক্লিনিকে উপস্থিত হন। তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, দলের নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইউরোপীয় সমন্বয়ক কামাল হোসেন।
উল্লেখ্য, মঙ্গলবার (৭ জানুয়ারি) বাংলাদেশ থেকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। বুধবার ক্লিনিকে ভর্তির পর থেকে তারেক রহমান প্রায় সব সময় মায়ের সঙ্গে আছেন। মায়ের জন্য প্রতিদিনই পুত্রবধূ জুবাইদা রহমানের রান্না করা খাবার নিয়ে যাচ্ছেন তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালেও তারেক রহমান বাসা থেকে নাশতা নিয়ে ক্লিনিকে যান।