চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের নান্দুরকান্দি গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। আনোয়ারা বেগম (৮২) মারা যাওয়ার পর তাঁর ছেলে ইয়াছিন প্রধান (৬২) মায়ের জানাজার প্রস্তুতি নিচ্ছিলেন, হঠাৎ তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
ইয়াছিন প্রধান কৃষিকাজ করতেন এবং মায়ের মৃত্যুর পর তিনি খুবই ভেঙে পড়েছিলেন।
আলিপুর হোসেনের ছেলে সায়মন হোসেন লাদেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘বাবা দাদিকে খুব ভালোবাসতেন। সকালে দাদি মারা যাওয়ার পর বাবা ভেঙে পড়েন। এরপর, আসর নামাজের পর সবাই জানাজার জন্য প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই মুহূর্তে বাবা স্ট্রোক করেন।’
ইয়াছিন প্রধানকে দ্রুত সুজাতপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সন্ধ্যা ৯টায় তাঁর জানাজা হয় এবং পরে মায়ের কবরের পাশে তাঁকে দাফন করা হয়।
এ বিষয়ে স্থানীয় ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী বলেন, “এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। এই পরিবার দীর্ঘদিন ধরে অসহায় মানুষদের সহায়তা করে আসছে।”