জনপ্রিয় সংগীতশিল্পী ও ব্যান্ড তারকা শাফিন আহমেদ মারা গেছেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংগীতশিল্পীর ভাই হামিন আহমেদ।
হামিন আহমেদ জানান, শাফিন আহমেদের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে ২০ জুলাই তার একটা কনসার্ট ছিল। শো শুরু হওয়ার আগে অসুস্থ হয়ে পড়ে শাফিন। এ কারণে শো ক্যানসেল করেন তিনি। সেদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর শরীরের বিভিন্ন অঙ্গ অকার্যকর হতে থাকলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শাফিন আহমেদের একটি ছবি পোস্ট করে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব লিখেছেন, কিছুক্ষণ আগে ভার্জিনিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশের ব্যান্ড তারকা শাফিন আহমেদ ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহি রাজিউন। আল্লাহ তাকে জান্নাত দান করুন।