আন্তর্জাতিক ডেস্ক: বেসামরিক প্রশাসনে ব্যাপক ছাঁটাইয়ের পর এবার মার্কিন সেনাবাহিনীতে বড় পরিসরে রদবদলের ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
সোমবার (৫ মে) এক টুইট বার্তায় তিনি জানান, সেনাবাহিনীর ৩০ শতাংশ চার তারকা জেনারেলকে অবসরে পাঠানো হবে।
হেগসেথ বলেন, “সাফল্যের মানে বেশি জেনারেল নয়। বাহিনীর দক্ষতা বাড়াতে অতিরিক্ত পদ কমানো জরুরি। এতে পরিচালনায় চাপ কমবে।” তার ভাষায়, ন্যাশনাল গার্ড বিভাগের ২০ শতাংশ এবং অন্যান্য সামরিক শাখার ১০ শতাংশ চার তারকা কর্মকর্তাকে ছাঁটাই করা হবে।
বর্তমানে যুক্তরাষ্ট্রে ৪৪ জন চার তারকা জেনারেল রয়েছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অন্তত ৮ জন জেনারেল এই ছাঁটাইয়ের আওতায় পড়বেন। ইতিমধ্যেই জয়েন্ট স্টাফ কমিটির চেয়ারম্যান, নৌবাহিনীর শীর্ষ অ্যাডমিরাল ও জাতীয় নিরাপত্তা দপ্তরের পরিচালক চাকরিচ্যুত হয়েছেন।
অপর দিকে, এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন সিনেটের প্রতিরক্ষা কমিটির সদস্য সিনেটর জ্যাক রিড। তিনি বলেন, “যথার্থ কারণ ছাড়া দক্ষ কর্মকর্তাদের ছাঁটাই বাহিনীর সক্ষমতা বাড়াবে না বরং দুর্বল করে দেবে।”
এই ছাঁটাইয়ের ফলে সেনা বাহিনীর কৌশলগত নেতৃত্ব ও অভ্যন্তরীণ গতিশীলতা কতটা প্রভাবিত হবে, তা নিয়ে এখনই জোর আলোচনা শুরু হয়েছে ওয়াশিংটনে।