চৈত্র মাসের শুরুতেই বাংলাদেশে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক ও আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। তার মতে, চলতি মাসে সারা দেশে তিন দফায় কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি শনিবার (১৫ মার্চ) তার ফেসবুক পেজে এ তথ্য জানান। তার পূর্বাভাস অনুযায়ী:
সিলেট, ময়মনসিংহ (নেত্রকোনা ও ময়মনসিংহ জেলা), এবং চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে বজ্রপাত, শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের প্রবল সম্ভাবনা রয়েছে। (১৫ ও ১৬ মার্চ)
খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাগুলোতে বজ্রপাত, শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। (২০ থেকে ২৩ মার্চ)
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের জেলাগুলোতে বজ্রপাত, শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের প্রবল সম্ভাবনা রয়েছে।(২৮ থেকে ৩১ মার্চ)
এছাড়া, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু অঞ্চলে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। শনিবার (১৫ মার্চ) আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক সতর্কবার্তায় ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।