ইসরায়েলের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলার প্রতিবাদে ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আজ শনিবার (১২ এপ্রিল) সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে ‘মার্চ ফর গাজা’ শীর্ষক গণজমায়েত। আয়োজক ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ জানিয়েছে, বিকেল ৩টায় আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হলেও সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে মানুষের ঢল নেমেছে।
রাজধানীর শাহবাগ, দোয়েল চত্বর, নীলক্ষেতসহ বিভিন্ন দিক থেকে মিছিল আসছে। অংশগ্রহণকারীদের হাতে রয়েছে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা। উত্তরা থেকে আসা তরুণ তৌহিদুল ইসলাম জানান, ফিলিস্তিনিদের পাশে থাকার বার্তা দিতেই তারা এসেছেন। বিক্রেতা নাজমুল হোসাইন বলেন, “আমি শুধু পতাকা বিক্রি করতে নয়, নির্যাতনের বিরুদ্ধে অবস্থান জানাতেই এসেছি।”
এই কর্মসূচিতে বিএনপি, জামায়াতে ইসলাম, হেফাজতে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ নিচ্ছে। আয়োজকদের আশা, সারাদেশ থেকে কয়েক লাখ মানুষ জমায়েতে অংশ নেবে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক সভাপতিত্ব করছেন এই কর্মসূচিতে। আয়োজকরা বলছেন, এই কর্মসূচির মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দেওয়া হচ্ছে—বাংলাদেশের মানুষ নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে আছে এবং গণহত্যার বিরুদ্ধে সোচ্চার।