‘আগে আওয়ামী লীগের হামলার শিকার হয়েছিলাম। এবার হামলা করল বিএনপি। আওয়ামী লীগ আর বিএনপির পার্থক্য কোথায়?
রোববার(৯ সেপ্টেম্বর) বগুড়ার আদালত প্রাঙ্গণে মারধরের শিকার হয়ে হামলার জন্য তিনি বিএনপিকে দায়ী করে এমন মন্তব্য করেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।
হিরো আলম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সদ্য সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়ালের বিরুদ্ধে মামলা করতে গিয়েছিলেন। তিনি বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (নন্দীগ্রাম আমলি আদালত) মামলা করে বের হওয়ার সময় এজলাস কক্ষের ফটকে হামলার শিকার হন। হামলাকারীরা তাঁকে কিলঘুষি মারার পর চ্যাংদোলা করে আদালত প্রাঙ্গণে বের করে মারধর করেন। পরে তাঁকে কান ধরে ওঠবস করানো হয়। আদালত প্রাঙ্গণে থাকা বহু মানুষের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ তাঁকে উদ্ধারে এগিয়ে আসেনি। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
হিরো আলমের অভিযোগ, তাঁর ওপর হামলায় নেতৃত্ব দিয়েছেন বগুড়া আদালতের আইনজীবী সহকারী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য রনি সরকার। হামলার কথা স্বীকার করে রনি সরকার বলেন, ‘হিরো আলমের ওপর হামলায় আমি, বগুড়া বারের আইনজীবী ও বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা নেতৃত্ব দিয়েছি।’ হিরো আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটূক্তি এবং দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মামলা করেছেন বলে এই হামলা করেছেন, এমনটাই তাঁর দাবি।
তবে হিরো আলমের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা। তিনি বলেন, ‘হিরো আলমের ওপর হামলার ঘটনার সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।’
হিরো আলম বলেন, ‘আওয়ামী লীগ নামে এক স্বৈরাচারের পতনের পর বিএনপি সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে। তারা আদালতের এজলাস কক্ষেই আমার ওপর হামলা করেছে। মারধর করেছে। আদালত মানুষের আস্থার জায়গা, ন্যায়বিচারের ভরসাস্থল। সেখানে বিএনপির সন্ত্রাসীরা আমাকে হত্যাচেষ্টা করেছে, সম্মানহানি করেছে। ৫ আগস্ট জাতি যখন স্বৈরাচারমুক্ত হয়ে নতুন এক স্বাধীনতার স্বাদ ভোগ করছে, তখন আদালতে আমার ওপর এই হামলা হলো। এটাই কি স্বাধীনতা?’