মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে মালয়েশিয়ার লুমুতে শহরে রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনীর কুচকাওয়াজের মহড়া চলাকালে মাঝ আকাশে সংঘর্ষে দু’টি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছে অন্তত ১০ জন।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, কয়েকটি হেলিকপ্টার একটি স্টেডিয়ামের উপরে উড়ছে। এসময় একটি হেলিকপ্টারের সাথে আরেকটির আঘাত ধাক্কা লাগলে উভয়েই নিচে পড়ে যায়।
মাঝ আকাশে সংঘর্ষের পর মেরিটাইম অপারেশনস হেলিকপ্টার এইচওএম এম৫০৩-৩ একটি স্টেডিয়ামের রানিং ট্রাকে বিধ্বস্ত হয়েছে। এতে ক্রু ছিলেন সাতজন। অন্যদিকে তিনজন ক্রু নিয়ে অপর একটি ফেনেক সামরিক এম৫০২-৬ হেলিকপ্টার নিকটবর্তী একটি সুইমিং পুলে পড়ে বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার শিকার সবাই ঘটনাস্থলেই নিহত হয়েছেন।