বলিউডের কাপুর পরিবারের সদস্য অভিনেতা অর্জুন কাপুর দীর্ঘ সময় ধরে অভিনেত্রী ও মডেল মালাইকা অরোরার সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন এবং বিবাহবন্ধনের কথাও চলছিল। কিন্তু এখন আর তাদের সম্পর্কের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বর্তমানে মুম্বাইয়ের রাস্তায় কিংবা কোনো অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় না তাদের। সর্বশেষ ২৬ জুন অর্জুনের জন্মদিনেও মালাইকা উপস্থিত ছিলেন না।
সম্প্রতি, তাদের সম্পর্ক ভাঙার কারণ হিসেবে সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব ও কৌতুক অভিনেত্রী কুশা কপিলার নাম সামনে এসেছে।噀্যাঁনি, অর্জুন reportedly কুশার প্রতি আকৃষ্ট হয়েছেন।
অর্জুন এবং কুশা সম্প্রতি ফারহা খানের অনুষ্ঠানে ‘ব্যাক বেঞ্চার্স’-এ একসঙ্গে উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠানে কুশা জানান যে, অর্জুন তার কাজের ক্ষেত্রে সহায়তা করেছেন এবং তারা নিজেদের সম্পর্কে একটি হ্যাশট্যাগও তৈরি করেছেন।
এমএ//