প্রযোজক আব্দুল আজিজদের হাত ধরেই ঢালিউডে পা রাখেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এরপর জাজের বেশ কয়েকটি সিনেমায় দেখা গেছে এই নায়িকাকে। শুধু তাই নয়, সেসময় ঢালিউডে ওপেন সিক্রেট ছিল মাহি ও আজিজের প্রেমের গুঞ্জন। তবে এই সম্পর্কের বিষয়টি বরাবরই আড়ালে রাখার চেষ্টা করেছেন তারা। যদিও তাতে খুব একটা লাভ হয়নি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মাহিকে নিয়ে মুখ খুলেছেন আব্দুল আজিজ। অভিনেত্রী মাহির সঙ্গে তার প্রেমের বিষয়, তাকে দুটি গাড়ি ও ফ্ল্যাট কিনে দেওয়ার কথা স্বীকার করে আজিজ বলেন, ‘জাজে থাকা অবস্থায় আমি মাহিকে দুটি গাড়ি ও ফ্ল্যাট কিনে দিই।’
এসময় মাহির সঙ্গে প্রেমের গুঞ্জন সম্পর্কে আজিজ বলেন, ‘তার একটা ব্যক্তিগত জীবন আছে, আমারও সংসার রয়েছে। প্রেমের বিষয়টি সামনে এলে দুজনকেই বিব্রত হতে হয়। তাই এ বিষয়ে এখন কেউ প্রশ্ন না করলেই ভালো।’