মিয়ানমারের কাচিন রাজ্যে জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত ১৮ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৭ জন।
শনিবার (১১ জানুয়ারি) এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন কাচিন ইনডিপেনডেন্স আর্মি (কেআইএ) নামে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র কর্নেল নাও বু।
তিনি জানান, নিহতদের মধ্যে সোনার খনিতে কর্মরত শ্রমিক এবং স্থানীয় দোকানদার ছিলেন। আহতদের মধ্যে আরও তিনজন পরে মারা যান বলে স্থানীয় এক বাসিন্দা নিশ্চিত করেছেন।
হামলার পরের ছবি ও ভিডিওতে ঘটনাস্থলে একটি বড় গর্ত এবং চারপাশের ধ্বংসযজ্ঞ দেখা গেছে।
হামলার এলাকা বর্তমানে কেআইএর নিয়ন্ত্রণে রয়েছে। প্রায় সাত হাজার সদস্যবিশিষ্ট এই সশস্ত্র গোষ্ঠী দীর্ঘদিন ধরে কাচিনের স্বায়ত্তশাসন ও খনিজ সম্পদের নিয়ন্ত্রণের দাবিতে লড়াই করে আসছে। কাচিনে রত্নপাথর ও অন্যান্য খনিজ সম্পদের বিশাল ভাণ্ডার রয়েছে, যা চীনে রপ্তানি করা হয়।
২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারজুড়ে জান্তা বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহী গোষ্ঠীগুলোর লড়াই তীব্র আকার ধারণ করে। অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকার পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) নামে একটি প্রতিরোধ বাহিনী গঠন করে, যা কেআইএর কাছ থেকে অস্ত্র সহায়তা পাচ্ছে বলে জান্তা বাহিনী অভিযোগ করে।
আরইউএস//বিএন