চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে তাইজুলকে নিয়ে শুরু করলেও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি বাঁহাতি ব্যাটার তাইজুল। এরপর তানজিম হাসান সাকিবকে সঙ্গে নিয়ে ছন্দময় ব্যাটিং শুরু করেন মেহেদী হাসান মিরাজ।
তানজিম সাকিবের ২৯ আর মিরাজের ৭৬ রানে ভর করে ১৭৭ রানে এগিয়ে থেকে লাঞ্চ বিরতিতে যায় দুই দল।
একের পর রেকর্ড বইয়ে নাম উঠাচ্ছেন জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করার পর চট্টগ্রাম দ্বিতীয় টেস্টে দুই হাজার রানের অঙ্কে পৌছান মিরাজ।
ক্রিজে থাকা দুই ব্যাটার অর্ধশতক আর সেঞ্চুরির অপেক্ষায়। সঙ্গে সফরকারীদের সামনে বিরাট লক্ষ্যমাত্রা ছুড়ে দেওয়া।