পবিত্র মাহে রমজান মাস উপলক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ১০ টাকায় ইফতার বিতরণ করা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কাজী মিরাজের পাশে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল।
রবিবার (১৬ মার্চ) ইফতারের পূর্বমুহূর্তে শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভর সহযোগিতায় ১৫০টি ইফতারের প্যাকেট বিতরণ করা হয়।
এ সময় ইফতার বিতরণ কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম-আহ্বায়ক– সাফায়েত হোসেন সজল, রিয়াজ উদ্দিন অন্তর, আহ্বায়ক সদস্য– মোতাসিম বিল্লাহ রিফাত, আশরাফ উদ্দিন মুন্না, মাহফুজুর রহমান আরিফ, মো. জিসান, সাইফুল মালেক আকাশ, মো. মাসুদ, মো. নাঈম হোসেন সহ আরো অনেকে।
এ নিয়ে ১০ টাকায় ইফতার বিতরণের উদ্যোক্তা কাজী মিরাজ বলেন, ‘প্রতিদিন ইফতার আয়োজনে অন্যান্যজন যেভাবে সহযোগিতা করে সেভাবে আজকে শুভ ভাই সহযোগিতা করেছে। আজকে পুরো ইফতার উনার অর্থায়নে হয়েছে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘মিরাজ যে উদ্যোগটি নিয়েছে সেটি নিঃসন্দেহে ভালো কাজ। এতে অনেক রোজাদারের উপকার হয়৷ আমি নিজ উদ্যোগে এর আগেও একাধিকবার এমন উদ্যোগ নিয়েছি, শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছি। এসব মানবিক কাজ করার সুযোগ পেলে আমার আনন্দ লাগে, এমন কাজে মিরাজের মতো আমাদের সকলের এগিয়ে আসা উচিত।’