খাগড়াছড়ি থেকে অপহরণের শিকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫ শিক্ষার্থী মুক্তি পেয়েছে। অপহরণের নবম দিনের মাথায় তাদের মুক্তি দিয়েছে অপহরণকারীরা।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) তাদের মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ।
মুক্তি পেয়ে শিক্ষার্থীরা পরিবারের সাথে নিরাপদে আছে বলে জানান তিনি।
অপহৃতরা শিক্ষার্থীরা হলেন, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা একই ইন্সটিটিউটের অলড্রিন ত্রিপুরা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের রিশন চাকমা ও প্রাণিবিদ্যা বিভাগের লংঙি ম্রো।
উল্লেখ্য, বুধবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে খাগড়াছড়ি বিঝু উৎসব থেকে চট্টগ্রামে ফেরার পথে সদরের গিরিফুল এলাকা থেকে অপহরণের শিকার হয় তারা।
সুমন বাইজিদ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়