দীর্ঘ ছয় মাস পর মুক্তি পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (আপ) দলপ্রধান অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দেশটির সর্বোচ্চ আদালতের বিচারপতি সূর্য কান্ত ও উজ্জ্বল ভূঁইয়া আবগারি (মদ) নীতি মামলা থেকে তাকে জামিনের নির্দেশ দেন।
চলতি বছরের ২১ মার্চ আবগারি নীতি মামলায় ঘুষ নেওয়া ও অর্থ পাচারের অভিযোগ গ্রেপ্তার হন কেজরিওয়াল। পরে ১২ জুলাই সর্বোচ্চ আদালতের বিচারপতি সঞ্জীব খান্না এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) করা সেই মামলায় কেজরিওয়ালকে জামিন দিলেও মুক্তি পাননি দিল্লির মুখ্যমন্ত্রী। বরং ওই একই অভিযোগে জুন মাসে তাঁকে গ্রেপ্তার দেখায় সিবিআই।
রায় দেওয়ার সময় বিচারপতি ভুঁইয়া সিবিআইয়ের কড়া সমালোচনা করে বলেন:
“দেশের এক অগ্রগণ্য তদন্তকারী সংস্থা এটা। দেশের স্বার্থেই তাদের সমালোচনার ঊর্ধ্বে থাকা দরকার। মানুষ যেন মনে করে সিবিআইয়ের তদন্ত সুষ্ঠু ও নিরপেক্ষ হয়। সেই ধারণা সৃষ্টির দায়িত্ব তাদেরই। বিচারপতি বলেন, জীবনে ধারণাটাই সব। একই অভিযোগে সিবিআইয়ের গ্রেপ্তারি সমর্থনযোগ্য নয়। জামিন পাওয়া স্বাভাবিক, জেলে থাকা অস্বাভাবিক।”