সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামী কবির হোসেন তাপসের বিরুদ্ধে অস্বাভাবিক ব্যাংক লেনদেন এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, মুন্নী সাহা এবং তার স্বামীর মালিকানাধীন বিজ্ঞাপনী সংস্থা এমএস প্রমোশনালের মাধ্যমে ১৩৪ কোটি টাকা লেনদেনের অভিযোগ উঠেছে। বর্তমানে তাদের ব্যাংক হিসাবের স্থিতি ১৪ কোটি টাকা রয়েছে। এছাড়া, তাদের বিরুদ্ধে বৈধ আয়ের উৎস ছাড়াই সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে।
বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ) ইতোমধ্যেই মুন্নী সাহার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে। গত ৬ অক্টোবর বিএফআইইউ তাদের ব্যাংক হিসাব সংক্রান্ত তথ্য তলব করে। অভিযোগের সূত্রপাত রাজনৈতিক পরিবর্তনের পর, গত ৫ আগস্ট।