ওয়াকফ আইনের প্রতিবাদে উত্তাল হয়েছে মুর্শিদাবাদ। ওয়াকফ সংশোধনী আইন বিরোধী আন্দোলনের জেরে অশান্তির ছবি দেখা গিয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায়। এবার সেই হিংসা নিয়ে মুখ খুললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর কথায়, দাঙ্গাবাজদের একটাই দাওয়াই লাঠি। যারা অশান্তি ছড়াচ্ছে তারা হুঁশিয়ারি দিচ্ছে। ভয় দেখাচ্ছে। রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে যোগী বলেন, অশান্তিকারীদের শান্তির দূত বলছে রাজ্য সরকার।
ওয়াকফ আইনের প্রতিবাদে বাংলার বিভিন্ন প্রান্তে আন্দোলন চলছে। হিংসাত্মক হয়েছে সেই বিক্ষোভ। প্রাণ হারিয়েছেন তিনজন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে যোগী বললেন, “বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণ করার একমাত্র পথ হল ডান্ডা। বাংলা জ্বলছে, আর মুখ্যমন্ত্রী চুপ করে আছেন।” তাঁর অভিযোগ, “ধর্মনিরপেক্ষতার নামে তারা দাঙ্গাবাজদের স্বাধীনতা দেওয়া হচ্ছে। এই নৈরাজ্য বন্ধ হওয়া উচিৎ। যারা হিংসা ছড়াচ্ছে, তাদেরই শান্তির দূত বলে আখ্যা দিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী।” কংগ্রেস ও সমাজবাদী পার্টি কেন বাংলার পরিস্থিতি নিয়ে মুখ খুলছে না, সেই প্রশ্নও তুলেছেন যোগী। তাঁর দাবি, বাংলাদেশে যা হয়েছে, তাকেও সমর্থন করছে বিরোধীরা। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, যদি বাংলাদেশই এত পছন্দ হয়, তাহলে সেখানেই চলে যান। ভারতের বোঝা বাড়ানোর দরকার নেই।