বিসিবি আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও শোনা যাচ্ছিল, মুশফিকুর রহিম আরও এক বছর বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকবেন। তবে সম্প্রতি, গত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে মুশফিক জানিয়ে দিয়েছেন, ওয়ানডে ক্রিকেট থেকে তিনি অবসর নিচ্ছেন। ২০২২ সালের সেপ্টেম্বরেও আন্তর্জাতিক টি-টুয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি।
চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের খারাপ পারফরম্যান্স এবং ব্যাট হাতে তার ব্যর্থতা (২ ম্যাচে ২ রান) নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছিল। মুশফিকের অবসর নিয়ে নানা প্রশ্ন উঠছিল, কিন্তু অবশেষে তিনি সিদ্ধান্ত নিয়ে ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নেন।
এই সিদ্ধান্তে ক্রিকেটাঙ্গনে অনেকেই আবেগতাড়িত হয়ে পড়েছেন। তার দীর্ঘদিনের সতীর্থ মাশরাফি বিন মুর্তজা তার বিদায় উপলক্ষে ফেসবুকে আবেগপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, “তোমার বিদায়ের ঘোষণায় একলহমায় অনেক কিছু ভেসে উঠল চোখে। এত বছরের একসঙ্গে পথচলা, মাঠের ভেতরে-বাইরে কতশত স্মৃতি!”
মাশরাফি মুশফিকের পরিশ্রম ও একাগ্রতার প্রশংসা করেছেন এবং বলেছেন, “তোমার ওয়ানডে রেকর্ডই অনেক কিছু বলে। তোমার ব্যাটের দ্যুতিতে দেশের ক্রিকেটে আলোর দিন এসেছে। তবে রেকর্ডের বাইরেও, তোমার পরিশ্রম, নিষ্ঠা ও ত্যাগের গল্প প্রজন্মের পর প্রজন্মে অনুকরণীয় হয়ে থাকবে।”
এখন থেকে মুশফিক শুধুমাত্র টেস্ট ক্রিকেট খেলবেন। তিনি বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০টি টেস্ট খেলার কাছাকাছি। মাশরাফি তার শুভকামনা জানিয়ে বলেছেন, “আশা করি সাদা পোশাকের বাকি অধ্যায়টুকু রঙিন করে তুলবে এবং দেশের ক্রিকেট সমৃদ্ধ হবে আরও…”