বিশেষ প্রতিনিধি: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ট্রেকহোল্ডার কোম্পানি ট্রাইস্টার সিকিউরিটিজের ট্রেক সনদ মূলধন ঘাটতির কারণে বাতিল করা হয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটি আর ব্রোকারেজ কার্যক্রম চালাতে পারবে না।
মঙ্গলবার (৬ মে) ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
সনদ বাতিলের প্রেক্ষিতে ট্রাইস্টার সিকিউরিটিজের গ্রাহকদের তাদের হিসাব পুনর্মূল্যায়ন ও লেনদেন নিষ্পত্তির অনুরোধ জানিয়েছে ডিএসই। কোনো ধরনের জটিলতায় পড়লে গ্রাহকদের লিখিতভাবে ডিএসইকে অবহিত করতে বলা হয়েছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ২০২০ সালের ট্রেক বিধিমালা অনুযায়ী, শুধুমাত্র ট্রেকহোল্ডারদের ক্ষেত্রে নিরীক্ষিত নীট সম্পদ পরিশোধিত মূলধনের কমপক্ষে ৭৫ শতাংশ থাকতে হয়। ট্রাইস্টারের সম্পদ এই সীমার নিচে নেমে যাওয়ায় ট্রেক সনদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, শেয়ারবাজারে দীর্ঘমেয়াদি দরপতনের ফলে অনেক ব্রোকারেজ হাউস ক্ষতির সম্মুখীন হচ্ছে, যার প্রভাবে তাদের সম্পদ কমছে। এরই অংশ হিসেবে এবার মূলধন হারালো ট্রাইস্টার সিকিউরিটিজ।
ডিএসই সূত্রে জানা যায়, বর্তমানে ডিএসইর ২৫০টি সদস্য ট্রেকহোল্ডার রয়েছে। এদের মধ্যে শুধুমাত্র ট্রেকহোল্ডারের সংখ্যা ৫৯, তবে কার্যক্রমে সক্রিয় রয়েছে ৫২টি প্রতিষ্ঠান।