গুপ্তচরবৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড পাওয়া ভারতীয় নৌবাহিনীর সাবেক আট কর্মকর্তাকে প্রায় ১৮ মাস কারাভোগ শেষে মুক্তি দিয়েছে কাতার। এদের মধ্যে সাত জন এরইমধ্যে ভারতে ফিরেছেন।
দাহরা গ্লোবাল কোম্পানিতে কাজ করা এই আট ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তাকে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করেছিল কাতার। ২০২২ সালের অক্টোবরে দোহায় অবস্থিত কাতারের ইন্টালিজেন্স সার্ভিসেস তথা গোয়েন্দা বিভাগ ওই আট ভারতীয়কে আটক করে। পরে দেশটির আদালত তাদের মৃত্যুদণ্ড দেয়। পরবর্তীতে ভারত কূটনৈতিক তৎপরতার মাধ্যমে তাদের মৃত্যুদণ্ড বাতিল করাতে সক্ষম হয়।