আজ রোববার এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। দুপুরে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত শুক্রবার সারাদেশে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ বছর মোট ১ লাখ ৩৫ হাজার ২৬১ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন। কোটাসহ আসনের সংখ্যা ৫ হাজার ৩৮০টি। এই হিসাবে প্রতি আসনের বিপরীতে ২৫ দশমিক ১৪ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
*ফলাফল জানার উপায়*
ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন। এ ছাড়া উত্তীর্ণদের মুঠোফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল জানানো হবে।
বর্তমানে দেশে মোট মেডিকেল কলেজের সংখ্যা ১১০টি। এর মধ্যে ৩৭টি সরকারি, ৬৭টি বেসরকারি, একটি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ এবং পাঁচটি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ রয়েছে।
লিখিত পরীক্ষায় বিষয়ভিত্তিক নম্বর বিভাজন ছিল:
– জীববিজ্ঞান: ৩০
– রসায়ন: ২৫
– পদার্থবিজ্ঞান: ২০
– ইংরেজি: ১৫
– সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক): ১০
পরীক্ষার সময় ছিল ১ ঘণ্টা। সঠিক উত্তরের জন্য ১ নম্বর দেওয়া হয় এবং ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা হয়। পরীক্ষায় ৪০ নম্বরের কম পেলে অকৃতকার্য হিসেবে বিবেচিত হয়।
গত শিক্ষাবর্ষে ১ লাখ ৪ হাজার ৪৪ জন শিক্ষার্থী আবেদন করেছিল, যেখানে প্রতিটি আসনের বিপরীতে ১৯ দশমিক ৩৪ জন অংশগ্রহণ করেছিল। এবছর প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বীর সংখ্যা ছয়জন বেড়েছে।
উল্লেখ্য, মেধাতালিকার ভিত্তিতে সরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তি হয়ে থাকে এবং ভালো কলেজগুলোতে শীর্ষ মেধাক্রমানুযায়ী শিক্ষার্থীরা ভর্তি হন।